দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে প্রস্তুতি সভা
ঈশ্বরদী প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বরদীতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ। তিনি বলেন, আনন্দমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব পালনের লক্ষে সেনাবাহিনী, পুলিশ, আনসারসহ রাষ্ট্রীয় কাজে নিয়োজিত সকল বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে আছে এবং থাকবে।
সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার আহব্বান জানিয়ে বক্তব্য রাখেন, থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তৌহিদুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, জামায়াত ইসলামীর উপজেলা আমির ড. নুরুজ্জামান ইসলাম, বিএনপি নেতা রুহুল আমিন বাবলু, পৌর বিএনপির সদস্য সচিব ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফজলুর রহমান, বৈষম্য বিরোধী সাংবাদিক পরিষদের যুগ্ম আহব্বায়ক ববি সরদার, পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি সুনীল চক্রবর্তী, এবং মৌবাড়ি ও ঠাকুরবাড়ি মন্দিরের যুগ্ন আহ্বব্বায়ক স্বপন কুমার কুন্ডু প্রমূখ।
এ সময় উপজেলার ৩২টি দুর্গা মন্দিরের সভাপতি এবং সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
(এসকেকে/এসপি/সেপ্টেম্বর ৩০, ২০২৪)