গোপালগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে কন্যা শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন করা হয়েছে।
বাংলাদেশ শিশু একাডেমির গোপালগঞ্জ জেলা কার্যালয়ে শিশু একাডেমি এসব অনুষ্ঠানের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত কন্যা শিশু সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকারি শেখ হাসিনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাহনাজ রেজা এ্যানী।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. সানজিদা হক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আফরোজা আমেনা।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ শিশু একাডেমীর আবৃত্তি বিভাগের শিক্ষার্থী আবিদা সুলতানা সহ আরো অনেকে বক্তব্য রাখেন।
পরে গোপালগঞ্জ জেলা শিশু একাডেমির কন্যা শিশুরা মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।
শিশুদের পরিবেশিত সংগীত, নৃত্য ও আবৃত্তি উপস্থিত সবাইকে নির্মল আনন্দ দেয়।
(এমএস/এএস/সেপ্টেম্বর ৩০, ২০২৪)