সরাসরি ভোটে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত, অথচ প্রভাবশালীরা কেড়ে নিতে চায় চেয়ার!
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদরের গেরদা ইউনিয়ন পরিষদে সরাসরি ভোটে প্যানেল নির্বাচিত হয়েও প্রভাবশালীদের জোর জুলুম ও বাধার মুখে নির্ধারিত চেয়ারে বসতে পারছেন না ওই ইউনিয়ের নব নির্বাচিত প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়নটির ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এ এম এম আক্তারুজ্জামান ওরফে পারভেজ মেম্বার।
আজ রবিবার বিকেলে ফরিদপুর প্রেস ক্লাবে ভুক্তভোগী ওই প্যানেল চেয়ারম্যান সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান।
ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল এর সভাপতিত্বে ও ফরিদপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীদের উপস্থিতে লিখিত বক্তব্যে তার বিরুদ্ধে বৈষম্য ও ষড়যন্ত্রের নানান তথ্য তুলে ধরেন।
তিনি জানান, সম্প্রতি ফরিদপুর স্থানীয় সরকারের সরকারি প্রতিনিধিদের উপস্থিতিতে গেরদা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নির্বাচিন হয়, তাতে পারভেজ মেম্বার ভোটারদের সরাসরি ভোটে সর্বোচ্চ ভোট পেয়ে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন। কিন্তু কতিপয় প্রভাবশালী নেতা কর্তৃক তাকে প্যানেল চেয়ারম্যান না দিতে নানা ধরনের ষড়যন্ত্র করছে, তাকে হুমকি ধামকি দিয়ে তাদের পছন্দের কাউকে ওই পদে বসাতে উঠে পড়ে লেগেছে। তাই, বাধ্য হয়ে স্থানীয় সাংবাদিকদের সাহায্যে রাষ্ট্রের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন বলে জানান তিনি।
ভুক্তভোগী পারভেজ মেম্বার আরো জানান, প্যানেল চেয়ারম্যান নির্বাচনের ওই ভোটে সর্বোচ্চ ৬ ভোট পেয়ে প্রথম হবার পরও তাকে দায়িত্ব গ্রহণ করতে দেয়া হয়নি।
এছাড়া তাকে আওয়ামী লীগের তকমা দিয়ে পরিষদে ঢুকতে না দেওয়ার হুমকি দেয়া হচ্ছে। অথচ তিনি কোনদিন কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত ছিলেন না। তার ৩ নং ওয়ার্ডের সকল রাজনৈতিক দলের মতাদর্শের ভোটার গণ নির্বাচনের মাধ্যমে একাধিকবার তাকে মেম্বার নির্বাচিত করেছেন।
তিনি বলেন, আমার ওপর একটা প্রভাবশালী মহল নির্যাতন জুলুম চালিয়েছে। তিনি যাতে ১ নং প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে পারেন এবং তার ওপর যেনো কোন প্রকার জুলুম অত্যাচার না হয়, সে ব্যাপারে ফরিদপুরে কর্মরত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ ও এই বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন আনাসুজ্জামান শেখ, জাকির শেখ, খন্দকার মিলুসহ স্থানীয় গেরদা ইউনিয়নের বেশ কিছু গণ্যমান্য ব্যক্তিবর্গ।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)