মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়ুরিয়া মধ্যপাড়া গ্রামের স্থানীয় ওয়ার্ড মেম্বার বাবলুর শেখ ও আলমগীর শিকদার নামের দুজন ব্যবসায়ীর পুকুরে গ্যাসট্যাবলেট দিয়ে মাছের মারাত্মক ক্ষয়ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

এ বিষয়ে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বাবলুর শেখ জানান, গত শনিবার রাতে দুর্বৃত্তরা আমার লিজ নেওয়া মাছ চাষের পুকুরে গ্যাসট্যাবলেট ছুড়ে দেয়। পরবর্তীতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির ছোট বড় প্রায় ৫ থেকে সাড়ে ৫ লাখ টাকার মাছ মরে পানিতে ভেসে উঠেছে।

এ বিষয়ে ক্ষতিগ্রস্ত বাবলুর শেখ বলেন, তিনি আইনগত ব্যবস্থা নিবেন।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)