স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলে প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। 

আজ রবিবার সকালে ভিক্টোরিয়া রোডে এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সাধারন সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সর্বসম্মতিক্রমে ছাইদুল হক ছাদুকে সভাপতি, রেজাউল করিমকে সাধারন সম্পাদক সহ ২৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষনা দেন এসোসিয়েশনের উপদেষ্টা ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এড. জাফর আহমেদ।

প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনে কার্যকরী সভাপতি ডা. এ কে এম আব্দুল হামিদ, সহসভাপতি বাহালুল হক নিপু ও আজমল হোসেন খান, যুগ্ম-সম্পাদক মো. ফজলুল হক, অর্থ সম্পাদক জয়নুল আবেদীন জয়, সাংগঠনিক সম্পাদক জগলুল হায়দার সোহেল, দপ্তর সম্পাদক আবু কায়ছার, সমাজ কল্যাণ সম্পাদক ওয়াহেদ রাশেদ রিটু, প্রচার সম্পাদক মো. কামাল হোসেন ও ১৩ জনকে কার্যকরী সদস্য পদে রাখা হয়।

সভায় টাঙ্গাইল জেলা প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের সদস্যবৃন্দরা তাদের দাবি দাওয়া তুলে ধরেন এবং নেতৃবৃন্দ তাদের দাবি দাওয়ার প্রেক্ষিতে কমিটির প্রস্তাব দেন ও দাবি অনুযায়ী কাজ করার আশ্বাস দেন।

(এসএম/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)