সুবর্ণচরে শিক্ষক শিমুল চন্দ্র দাসের বিদায় সংবর্ধনা
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব শিমুল চন্দ্র দাস এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকালে বিদ্যালয়ের মির্জা ভবনে বিদায় সংবর্ধনার আয়োজন করে শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ছাত্র কল্যান সংগঠন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী নজরুল ইসলামের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের বিদায়ী সহকারি প্রধান শিক্ষক শিমুল চন্দ্র দাস।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহীদ জয়নাল আবেদিন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: সফিকুর রহমান, হুমায়ুন কবির, আলতাফ উদ্দিন, হূমায়ুন কবীর, মো: ইউছুপ, মো: বেলাল হোসেন, এএসএম হেলাল উদ্দিন, ছাত্র কল্যাণ সংগঠনের সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক তাসফিয়া, প্রাক্তন ছাত্র কামরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বিদায়ী শিক্ষক শিমুল চন্দ্র দাসের কর্মময় জীবন স্মৃতিচারণ করে বিস্তর আলোচনা করেন এবং তার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চান।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)