দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ বিপ্লবী কমিউনিস্ট লীগের
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ফরিদপুর বিপ্লবী কমিউনিস্ট লীগের নেতৃবৃন্দ। সেই সাথে তারা দেশের বিভিন্ন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রিত দেশকে স্থিতিশীল পর্যায়ে ফিরিয়ে আনতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।
গতকাল শনিবার বিকেলে ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে দলটির এক পথ সভায় এ আহ্বান জানানো হয়েছে।
দ্রুত দেশের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা, লুটপাট দুর্নীতি চাঁদাবাজ ও অর্থ পাচারকারীদের বিচার, সাম্প্রদায়িকতা রোধ এবং কৃষি উপকরণসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানো ইত্যাদি দাবিতে ওই পথসভাটি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ কমিউনিস্ট লীগ ফরিদপুর জেলা শাখা সাধারণ সম্পাদক আবদুল কাদের আজাদের সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা কমিটির সদস্য কমরেড শহীদুল ইসলাম, জেলা কমিটির সদস্য সাংবাদিক কমরেড হাসানুজ্জামান, রাজবাড়ী জেলা কমিটির সাধারণ সম্পাদক সুশান্ত রায়, রাজবাড়ী জেলা কমিটির সদস্য অধ্যক্ষ আব্দুল কাদের শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৯, ২০২৪)