গোপালগঞ্জ প্রতিনিধি : ভারতের মহারাষ্ট্রে হিন্দু পুরোহিতের মহানবী (সা.)কে নিয়ে কটুক্তি এবং পরবর্তীতে বিজেপি সাংসদ নিতেশ রানে সেই বক্তব্যকে সমর্থন করে ভারতসহ এতদাঞ্চলে মুসলিম বিদ্বেষ ছড়ানোর প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন কর্মসূচী পালন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে।

রবিবার বেলা ১১টার দিকে স্থানীয় প্রেস ক্লাবের সামনে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থী ও মুসল্লীরা উলামা পরিষদ, গোপালগঞ্জের ব্যানারে এ কর্মসূচী পালন করেন।

মাওলানা নুরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে মুফতি হাফিজুর রহমান, মুফতি মুরতাজা হাসান, মাও.নাসির আহমাদ, মাও. আব্দুল্লাহ, মুফতি মাসউদুর রহমান, মাওলানা ফখরুল আলম, হাফেজ মুহা. মুসা, মাও. ফখরুল আলম, মুফতি জাহিদ আল মাহমুদ, মাওলানা শরিফ আনিসুর রহমান, মুফতি ইসমাইল হুসাইন, মুফতি আহমাদুল্লাহ মিশকাত, মুফতি আব্দুল্লাহ আল মামুন, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মোঃ রায়হান, হাবিব, কলেজ ছাত্র মোঃ নূরে আলম আলিফ প্রমূখ বক্তব্য রাখেন।

বক্তারা সাম্প্রদায়িক উস্কানিমূলক কর্মকান্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং তীব্র নিন্দা জানিয়ে প্রধান উপদেষ্টার দৃস্টি আকর্ষন করে বলেন, বিশ্বব্যাপী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অনতিবিলম্বে রাষ্ট্রীয় নিন্দা জানানোর পাশাপাশি রামগিরি ও নিতেশ রানাকে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ভারত সরকারকে কূটনৈতিক চাপ প্রদানের আহবান জানানো হয়।

পরে রামগিরি ও নিতেশ রানার কুশপুত্তলিকা দাহ করা হয়।

উলামা পরিষদ. গোপালগঞ্জের সভাপতি মুফতি মাহমুদুল হাসনা ও সাধারণ সম্পাদক মুফতি শুয়াইব ইব্রহিম স্বাক্ষরিত স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর পেশ করা হয়।

(এমএস/এএস/সেপ্টেম্বর ২৯, ২০২৪)