ময়মনসিংহে ৪০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহে জেলা ডিবি পুলিশের অভিযানে ৪০ বোতল ভারতীয় মদসহ একজন গ্রেফতার হয়েছে।
আজ শনিবার সকালে জেলার কোতোয়ালী মডেল থানাধীন টোল প্লাজা এলাকা থেকে ৪০ বোতল বিভিন্ন ব্রান্ডের ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী মোঃ রিপন হোসেন (২৭) কে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
গ্রেফতার রিপন হোসেন ফুলপুর থানার চকনা পাড়া গ্রামের মোঃ ইলিয়াছ উদ্দিনের ছেলে।
গ্রেফতারকৃত আসামি দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত আছে বলে ডিবি সুত্রে জানা যায়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
এ ব্যাপারে ওসি শহীদুল ইসলাম জানান, মাদকের ব্যাপারে ময়মনসিংহ ডিবি জিরো টলারেন্স নীতি নিয়ে দায়িত্ব পালনে বদ্ধ পরিকর। এ ব্যাপারে তদন্ত করে আরও কোনো ব্যাক্তি জড়িত আছে কিনা খতিয়ে দেখা হবে- আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রজ্জু করা হয়েছে।
এ ছাড়াও ময়মনসিংহ বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কাজে লিপ্ত থাকায় জেলা গোয়েন্দা পুলিশ মোট ৩১ জন নারী-পুরুষকে গ্রেপ্তার করে আইনের হাতে সোপর্দ করে।
(এনআরকে/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৪)