চাটমোহরে তিনটি গাভী চুরি
চাটমোহর প্রতিনিধি : পাবনার চাটমোহরে খামার থেকে তিনটি গাভী গরু চুরি হয়েছে। এ সময় পরিবারের লোকজন ঘটনা বুঝতে পেরে এগিয়ে গেলে গাভী গাড়িতে উঠিয়ে চম্পট দেয় চোরের দল।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার জাবরকোল গ্রামে খামারী আজমত হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
খামারের মালিক আজমত হোসেন জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে খামার থেকে তিনটি গাভী গরু খুলে নিয়ে যায়। এ সময় পরিবারের লোকজন বুঝতে পেরে ঘরের বাইরে বের হলে চোরের দল গাড়িতে করে গরুগুলোকে উঠিয়ে নিয়ে পালিয়ে যায়। চুরি যাওয়া গরুর আনুমানিক মূল্য ৮ থেকে ৯ লক্ষ টাকা। ভুক্তভোগী খামারী আজমত হোসেন শনিবার সকালে চাটমোহর থানায় একটি অভিযোগ দিয়েছেন।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মঞ্জুরুল আলম বলেন, আমি পাবনাতে আছি। বিষয়টি এখনো আমার জানা নাই। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া এ ব্যাপারে আমরা নিজেরাও যথেষ্ট সচেষ্ট থাকবো।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৮, ২০২৪)