আ স ম হান্নান শাহের ৮ম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : আ স ম হান্নান শাহের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে (২৭ সেপ্টেম্বর) শুক্রবার গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আ স ম হান্নান শাহ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মীও সহযোদ্ধা ছিলেন। অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক মন্ত্রী আ স ম হান্নান শাহ ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরের র্যাফেলস হার্ট সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
গাজীপুর জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ ফজলুল হক মিলন এর সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সভাপতি শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজের সার্বিক ব্যবস্থাপনায়, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরা'র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুমসহ অন্যান্যের মাঝে দলের কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন।
এ-সময় প্রধান অতিথির বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্মরণ সভায় বলেন, স্বৈরাচার ও দুর্নীতিবাজ হাসিনা সরকারের মিথ্যা মামলা প্রত্যাহার করে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবি জানান। তিনি আরো বলেন ফ্যাসিস্ট হাসিনা সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে।
(এসকেডি/এএস/সেপ্টেম্বর ২৭, ২০২৪)