ফুলপুরে সুষ্ঠ ও সচ্ছলভাবে খাদ্যবান্ধব ডিলার নিয়োগ সম্পন্ন
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : সুন্দর ও সচ্ছতার সাথে ফুলপুরে টিসিবি ডিলার নিয়োগ করা হয়েছে, ২৫ সেপ্টেম্বর বুধবার বিকালে ফুলপুর উপজেলা চত্বরে হলরুমে অনুষ্ঠিত খোলামেলা পরিবেশে এই নিয়োগ পক্রিয়া সম্পন্ন হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা খাদ্য কর্মকর্তা মোঃ আতিকুর রহমানের সঞ্চালনায় কৃষি অফিসার মোঃ ফারুক আহমেদ, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল হাদী, পি আই ও (ফুলপুর)। আশিষ কুমার, খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোখলেসুর রহমান, বি আর ডি বি পল্লীউন্নয়ন কর্মকর্তা (ফুলপুর) মোঃ আনোয়ার হোসেন ।
মোট ৩১ টি ডিলারশীপ পদের বিপরীতে ২৭৮টি আবেদন জমা পড়ে। পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম উপস্থিত সকলের অনুমতিক্রমে লটারীর মাধ্যমে এই পক্রিয়া শুরু করেন।
ইউনিয়ন ভিত্তিক পৃথক পৃথক ভাবে খোলা মেলা জনসম্মুখে এই লটারী প্রতিটি ইউনিয়ন আবেদনকারীদের থেকে মনোনীত একজনকে দিয়ে অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় সাপেক্ষ কঠোর নিচ্ছিদ্র নিরাপত্তার মধ্যে দিয়ে প্রক্রিয়া সমাপ্তি ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম আরিফুল ইসলাম।
এরপরেও কারো কোনো অভিযোগ আছে কিনা থাকলে তিনি জানানোর জন্য সবাইকে অনুরোধ জানান। অনুষ্ঠান স্থলে বিএনপি, জামায়েত ইসলামী, জাতীয় পার্টিসহ সকল রাজনৈতিক দলের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
(এনআরকে/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৪)