ফরিদপুরে ইলিশ ও ডিম বাজারে ভোক্তা অধিকারের অভিযান
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ইলিশ ও ডিম বাজারে ফরিদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা বেলা ২টা পর্যন্ত শহরের হাজী শরীয়তউল্লাহ বাজারে এই অভিযান পরিচালিত হয় । এ সময় বাদশা ভ্যারাইটিজ স্টোর নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ডিমের দামে কারসাজি করায় ১০ হাজার টাকা, দাস ভান্ডার এক মৎস প্রতিষ্ঠানকে- ইলিশের দাম বেশি রাখা, ক্রয় ভাউচার না থাকা, প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় না করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ইলিশ মাছের আড়ত, পাইকারি ও খুচরা বেশ কিছু দোকানে তদারকি করে সতর্ক করা হয়েছে। ফরিদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারি পরিচালক সোহেল শেখের নেতৃত্বে একটি একটি দল হাজী শরীয়তুল্লাহ বাজারে ওই অভিযান পরিচালিত হয়। এসময় বাজারটির ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
(আরআর/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৪)