নগরকান্দা প্রতিনিধি : ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের ছোট পাইককান্দি গ্রামে জনৈক এক ব্যাক্তির কিশোরী মেয়ে (১২) স্থানীয় বকাটে কর্তৃক জিম্মি দশাতে গোপনে মোবাইলে যৌন হয়রানির অশ্লীল ভিডিও ধারন করে এবং তাদের মোবাইল ফেসবুক আইডি থেকে ভিডিও ইন্টারনেটে ভাইরাল করে। 

বকাটে লম্পটরা হলেন ছোট পাইককান্দি গ্রামের কাওছার শেখ এর ছেলে আছিব(২০) ও তার বন্ধু বড় পাইককান্দি গ্রামের টুকু ওরফে আলম ব্যাপারীর ছেলে আব্দুল্লাহ (২০)। ভিডিও ভাইরাল করার বিষয় একে অপরের দোষ দিচ্ছে।

কিশোরীর বাড়িতে গিয়ে তার পিতা ও মা'কে পাওয়া যায়নি। তবে মেয়ের বোন বলেন, আমার বোনের ভিডিও আছিব ইন্টারনেটে ছেড়ে দিয়েছে। সব মোবাইলে দেখা যাচ্ছে। সে আমার বোনের জীবন ওরা নষ্ট করে দিয়েছে।এই ঘটনা নিয়ে গ্রামের মাদবররা দামাচাপা দেয়ার জন্য পায়তারা চালাচ্ছে।

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সফর আলী বলেন, আমি ছুটিতে আছি তবে এ বিষয় তদন্ত ওসি বিকাশ মন্ডল কে বলা হয়েছে মেযেটিকে উদ্ধার করে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য।

(পিবি/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৪)