নোয়াখালীতে দৈনিক নয়া পৃথিবীর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালীতে জমকালো আয়োজনে নোয়াখালীর স্থানীয় পত্রিকা দৈনিক নয়া পৃথিবীর ১৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
দৈনিক দিশারী সম্পাদক আকাশ মোঃ জসিমের সঞ্চালনায় এবং দৈনিক নয়া পৃথিবীর প্রকাশক ও সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নোয়াখালী জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রহমান, নোয়াখালী প্রেস ক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু, পৌর বিএনপির সভাপতি মোঃ আবু নাসের, সিরিয়র সহসভাপতি ওমর ফারুক জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ দেলোয়ার কমিশনার, জেলা কৃষক দলের আহবায়ক ফজলে এলাহী পলাশ, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক ভিপি আলা উদ্দিন, নোয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের পরিচালক সাইফু্ল ইসলাম, নোয়াখালী ইউনিয়নের চেয়ারম্যান ইয়াছিন আরাফাত, এডভোকেট সারওয়ার উদ্দিন দিদার, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জামাল হোসেন বিষাদ।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক এ আর আজাদ সোহেল, নোয়াখালী প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক আকবর হোসেন সোহাগ, মোঃ সোহেল বাদশা নোয়াখালী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আব্দুল মোতালেব, তথ্য প্রযুক্তি সম্পাদক ইকবাল হোসেন সুমন, চ্যানেল ২৪ প্রতিনিধি সুমন ভৌমিক, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জু্ল ইসলাম জাহান, এস এ টিভির প্রতিনিধি বাবুল, নামির উদ্দিন বাদল, দৈনিক নয়া পৃথিবীর নির্বাহী সম্পাদক মোঃ ইমাম উদ্দিন সুমন, জেলার সিনিয়র সাংবাদিক এমবি আলম, রনু হাসান, বিধান ভৌমিক, তাজুল ইসলাম, এসএম হোসেন উদ্দিন, মোজাম্মেল হোসেন কামাল, একেএম শাহজাহান, ইমাম উদ্দিন আজাদ, জিয়াউল হক লিটন, সাজ্জাদুল ইসলাম, শাহাদাত বাবু, মোঃ কামাল উদ্দিন, মোঃ জামাল উদ্দিনসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, গণমাধ্যম স্বাধীন, তারা স্বাধীনভাবে কাজ করবে, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান, জন দূর্ভোগসহ সকল অঙ্গণে সাংবাদিকগণ কাজ করে যাচ্ছেন, বিগত সরকারের আমলে বিরোধীদল গুলোর প্রতি তৎকালিন সরকার নানা নির্যাতন নিপিড়ন চালিয়েছিলো, গণমাধ্যকে জিম্মি করে রেখেছিলো, ৫ আগস্টের পর পূনরায় গণমাধ্যম তাদের আগের চেহারায় ফিরে এসেছে।
সাংবাদিকরা ঐক্য থাকলে দেশের সকল অনিয়ম, দূর্ণীতি, অপরাধ বন্ধ হবে নিমিষেই এবং সকল উন্নয়ন, জন দূর্ভোগ, নানা সমস্যা সব বিষয়ে তারা তাদের লেখনির মাধ্যমে উঠে আসবে। আজকে আমরা যা দেখি সকল ঘটনা সাংবাকিদরাই তুলে ধরে।
(এস/এসপি/সেপ্টেম্বর ২৬, ২০২৪)