মিশুক আহমেদ জয়, কুষ্টিয়া : কুষ্টিয়া পৌর বিএনপি'র সাবেক সভাপতি মো. কুতুব উদ্দিন আহমেদকে আহবায়ক ও জেলা বিএনপি'র সাবেক যুগ্ম সম্পাদক ইন্জিনিয়ার জাকির সরকারকে সদস্য সচিব করে কুষ্টিয়া জেলা বিএনপি'র ২ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক এই আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে চলতি মাসের ১২ সেপ্টেম্বর ২০১৯ সালের ৮ মে সৈয়দ মেহেদী আহমেদ রুমীকে সভাপতি এবং সোহরাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যের কুষ্টিয়া জেলা বিএনপির কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করা হয়।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দলের সিদ্ধান্ত অনুযায়ী এ কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

(এমএজে/এএস/সেপ্টেম্বর ২৬, ২০২৪)