শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ৩৯ বস্তা ভারতীয় চিনিসহ একটি ট্রাক আটক করেছে স্থানীয় জনতা। 

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮ টার দিকে পৌরসভার গোলচত্ত্বর নামক স্থানে ভারতীয় চিনি ভর্তি ট্রাকটি আটক করা হয়। পরে পুলিশে খবর দিলে থানা পুলিশ এসে ট্রাকটিকে আটক করে থানায় নিয়ে যায়। তাছাড়া ওই একই স্থান থেকে মঙ্গলবার ভোরে ১৬৬ বস্তা ভারতীয় জিরা ভর্তি একটি ট্রাকসহ ২ চোরাকারবারিকে আটক করে পুলিশ। এর আগে গত ২২ সেপ্টেম্বর গভীর রাতে গোলচত্ত্বর থেকে ৩০০ পিস ভারতীয় চোরাই কম্বলসহ একটি কাভার্ড ভ্যান আটক করে থানা পুলিশ। এসময় কাভার্ড ভ্যান চালক ও হেলপারকেও আটক করা হয়েছে।

ফুলপুর থানার নবাগত অফিসার ইনচার্জ আব্দুল হাদী বলেন, আটককৃতদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

(এম/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৪)