ঝালকাঠিতে ওজোপাডিকোর পিচরেট কর্মচারীদের স্মারকলিপি ও বিক্ষোভ সমাবেশ
মো: মাহবুবুর রহমান, ঝালকাঠি : ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে কর্মরত পিচরেট কর্মচারীদের বয়সসীমা শিথিল করে শূন্য পদের বিপরীতে চাকুরী স্থায়ী করণ করে বৈষম্য দূরীকরণের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান করেছে বিদ্যুৎ শ্রমিকরা। তাদের দাবি একটাই বছরের পর বছর জীবনের ঝুঁকি নিয়ে বিদ্যুৎ বিভাগে কর্মরত থাকলেও চাকুরির কোন নিশ্চয়তা না থাকায় চাকুরীতে জাতীয় কারনের জোর দাবি করা হয়।
এ দাবিতে তারা গত ২২ সেপ্টেম্বর ঝালকঠি জেলা প্রশাসক, ওজোপাডিকোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলী বরাবর স্মারকলিপি প্রদান করে কর্মবিরতি ঘোষণা করেন। কর্মবিরতির কারণে ভোগান্তি ও সেবা থেকে বঞ্চিত হচ্ছে গ্রাহকরা।
গতকাল মঙ্গলবার বেলা ৩ টায় ঝালকাঠি পোজোপাডিকো কার্যালয়ের সামনের বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন পিচরেট শ্রমিক বরিশাল সার্কেলের সমন্বয়ক রেজাউল হক, সভাপতি মনিরুল ইসলাম, সাবধারন সম্পাদক সুজন আহমেদ, ঝালকঠির মাসুদ তালুকদার, ফোরকান খান, সুমন হাওলাদার, আশিক চন্দসহ নলছিটি, ঝালকাঠি ও বরিশালের পিচরেট শ্রমিক নেতৃবৃন্দ।
(এমআর/এসপি/সেপ্টেম্বর ২৫, ২০২৪)