মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর উপজেলা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মিনি কনফারেন্স রুমে এসভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, দায়িত্বরত সেনাবাহিনী ক্যাম্পের ইনচার্জ মেজর মাহাদী দাইয়ান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাসুদেব কুমার মালো, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুুর দাশ মন্ডল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোছাঃ নেস্তোয়ারা, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কবির হুসাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার সিংহ,সাধারণ সম্পাদক শ্রী কানুতেওয়ারী, উপজেলা যুবদলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারামিয়া প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডাঃ তিলাম হোসেন, ধোয়াইল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রফিকুল ইসলাম, মহম্মদপুর পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মাসুদ রানা, সকল সরকারি দপ্তরের প্রধানগণ, গণমাধ্যমকর্মী, ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।

প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ শারদীয় দুর্গাপূজা উৎসব-মূখর ও সম্পূর্ণ নিশ্চিন্তে করার ব্যাপারে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন উপস্থিত সকল কর্মকর্তা ও নেতৃবৃন্দ। এ বছর মহম্মদপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ১০০টি পূজামন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২৪, ২০২৪)