মাদারীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, আহত ৬
মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সদর ও কালকিনি উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন মারা গেছে। এই ঘটনায় আহত হয়েছে ৬ জন। আজ রবিবার এই ঘটনা ঘটেছে।
পুলিশ, আহত ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে শরীয়তপুর থেকে কাঠবোঝাই করে একটি ট্রাক খুলনা যাচ্ছিল। পথিমধ্যে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কের মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকায় আসলে সামনে থাকা একটি ইজিবাইকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান বাবনাতলা এলাকার ডালিম মিয়ার ছেলে লাইসান (১৭)। এ সময় আহত হয় ইজিবাইকে থাকা আরো ৬ যাত্রী। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রিয়াদ মাহমুদ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন মারা গেছেন। এছাড়াও আহত হয়েছেন বেশ কয়েকজন। তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাই দুইজনকে উন্নত চিকিৎসকার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
অপরদিকে মাদারীপুরের কালকিনিতে অটোভ্যানের চাপায় হাবিবা নামে আড়াই বছরের এক শিশু মারা গেছে। নিহত হাবিবা একই গ্রামের রাশেদ মুন্সির মেয়ে।
পুলিশ, এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার সুত্রে জানা গেছে, রবিবার সকালে হাবিবা সবার অজান্তে খেলতে খেলতে তার বাড়ির সামনে রাস্তায় চলে আসে। এসময় একটি অটোভ্যানের চাপায় শিশুটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।
কালকিনি পৌরসভার কাউন্সিলর মেজবাউল হক বলেন, অটোভ্যান চাপায় শিশু হাবিবার মৃত্যুর ঘটনাটি অনেক কষ্টদায়ক।
কালকিনি থানার উপপরিদর্শক (ওসি তদন্ত) সঞ্জয় কুমার ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
(এএসএ/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৪)