নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ সদর উপজেলা পরানগঞ্জের ইউনিয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানের এই ভূমি অফিস মেরামতের কোন উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। সরকারিভাবে নির্মিত ইউনিয়ন ভূমি প্রকল্পের ঘরগুলো দীর্ঘদিন ধরে মেরামত না করায় সেগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে। বছরের পর বছর ধরে এসব ঘর জীর্ণ হয়ে ঘরের চাল ফুটো হওয়া ও বেড়া খুলে পড়ায় অনেকে এখন আর এখানে থাকতে নিরাপদবোধ করছেন না। বারেবারে সরকারি কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেও সমাধান না পেয়ে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও পিয়নসহ অসহায় চরম দুর্ভোগে।

তবে একসময়ের নতুন ঘর তার জৌলুস হারিয়েছে ধীরে ধীরে, ঘরের টিন পুরনো হতে হতে জংপড়ে মরিচা ধরে ফুটো হয়ে গেছে। এখন ব্যবহারের অনুপযোগী এবং টিউবওয়েলগুলো নষ্ট হয়ে গেছে। বৃষ্টি আসলেই এসব টিনের ফুটো দিয়ে ঘরের মধ্যে পানি পড়ে, অফিসের নথিপত্র ও আসবাবপত্র সব ভিজে যায়। এমন অবস্থা থেকে রক্ষা পেতে পরানগঞ্জের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা শফিকুল ইসলাম টিনের ওপরে পলিথিন দিয়ে কোনোরকমে টিকে থাকার চেষ্টা করছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, অফিসের এমন চিত্র পরানগঞ্জ ইউনিয়নে একটি ভূমি অফিস টিনের চালা ঘর, আছে কোনরকম দাঁড়িয়ে। নেই ভালো খাম দন্না, রয়েছে কিছু কাঠের খাম। তবে যে কোন সময় ঘটতে পারে বড় দূর্ঘটনা হতে পারে প্রাণ হানিও। জীবনের এত বড় ঝুঁকি নিয়ে নিয়মিত অফিস করছেন ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।

এদিকে, সরকারি কর্মকর্তাদের দাবি, জরাজীর্ণ ভূমি প্রকল্পের ঘরগুলো মেরামতের জন্য মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। বরাদ্দ এলে পুনর্নির্মাণ বা নতুন করে নির্মাণের কাজ করা হবে।

(এনআরকে/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৪)