বরিশালে দুর্গাপূজায় ৪৯২ মন্ডপ অধিক ঝুঁকিপূর্ণ
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশাল নগরী ব্যতীত বরিশাল বিভাগের ছয় জেলায় দেড় হাজারের অধিক পূজা মন্ডপে আসন্ন দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ পূজা মন্ডপের সংখ্যা ৪৯২টি।
তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম জানিয়েছেন, সনাতন ধর্মালম্বীদের জন্য সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব। এজন্য বরিশাল রেঞ্জের ছয়টি জেলায় পুলিশের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি শুরু করা হয়েছে। তিনি আরও বলেন, বরিশাল বিভাগে মোট পূজা মন্ডপ ১৫শ’ ৯৫টি। এরমধ্যে স্থায়ী ১৩শ’ ৪২ টি, অস্থায়ী ২৫৩টি। যারমধ্যে বিরোধপূর্ণ ছয়টি, অধিক ঝুঁকিপূর্ণ ৪৯২টি, গুরুত্বপূর্ণ ৬১২টি এবং সাধারণ ৪৯১টি পূজামন্ডপ রয়েছে।
শারদীয় দুর্গোৎসবে শতভাগ নিরাপত্তা থাকবে জানিয়ে রেঞ্জ ডিআইজি আরও বলেন, ছয় জেলার এসপি ও পূজা উদযাপন পরিষদের নেতাদের নিয়ে বসবো। সেখানে আলোচনা করা হবে কি করলে ভালো হবে।
সূত্রমতে, বিভাগের সবচেয়ে বেশি পূজামন্ডপ রয়েছে বরিশাল জেলায় ৫৪৫টি। এরমধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ১৮৯টি। আর পিরোজপুর জেলায় ৪৬২টি পূজামন্ডপের অধিক ঝুঁকিপূর্ণ ১৩২টি, পটুয়াখালীতে ১৮৯টি পূজামন্ডপের অধিক ঝুঁকিপূর্ণ ৬৮টি, ঝালকাঠি জেলার ১৫৮টি পূজামন্ডপের মধ্যে ৫১টি অধিক ঝুঁকিপূর্ণ, বরগুনার ১২৯টি পূজামন্ডপের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ২৯টি এবং ভোলা জেলার ১১২টি পূজামন্ডপের মধ্যে ২৩টি মন্ডপ অধিক ঝুঁকিপূর্ণর তালিকায় রয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৪)