রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে ১০২ বোতল ফেনসিডিলসহ হালিমা বেগম ওরফে ময়না (৩৪) নামে একজন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০, (সিপিসি-৩)।

এ ব্যাপারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ রবিবার সকাল আনুমানিক সোয়া ৯ টার দিকে ফরিদপুর জেলার কোতয়ালি থানার বদরপুর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

তার কিছুক্ষণ পরে আনুমানিক সাড়ে ৯ টার দিকে একটি বাস র‌্যাবের চেক পোষ্টের সামনে পৌছালে র‌্যাব সদস্যরা বাসটি থামানোর সংকেত দেয়, গাড়ীর চালক গাড়ীটি থামালে, চেক পোস্টে কর্তব্যরত মহিলা র‌্যাব সদস্যের মাধ্যমে বাসের ভিতরে থাকা একজন মহিলাকে তল্লাশি করা হয়। এসময় ওই মহিলার পায়ের নিচে একটি ব্যাগের ভিতর হতে আনুমানিক তিন লক্ষ ছয় হাজার টাকা মূল্যমানের একশত দুই বোতল ফেনসিডিল পাওয়া যায়। তখন ওই ফেনসিডিলসহ হালিমা বেগম ওরফে ময়নাকে আটক করে র‌্যাব।

র‌্যাব-১০ এর সাথে মাদকসহ আটককৃত হালিমা বেগম ময়না যশোর সদর থানার খোড়কী গাজীর বাজার এলাকার মো. তৈয়ব আলীর স্ত্রী বলে জানা যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ময়না একজন পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সে বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুরসহ আশপাশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল বলেও জানায় র‌্যাব। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ২২, ২০২৪)