রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে অবাস্তব পরিক্ষা পদ্ধতি বিরোধী ছাত্রমঞ্চের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে দশটায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর শহরের ব্রহ্ম সমাজ সড়কে অবস্থান ও পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন একেএম তামিম মুশফিকুর রহমান ফাহিম, মুত্তাকিন হোসেন, আথির হাসান, নাফরিন আহমেদ, ইনসানা ইভা, লাবিবা খান অরশা, মানতাশা জামান, সামিয়া হক শৈয়বা প্রমুখ।

ছাত্রছাত্রীরা বলেন, বর্তমান যে সিলেবাস করা হয়েছে অত্যন্ত অযৌক্তিক। আমরা চাই সিলেবাস কমানো হোক যাতে আমরা ‌ পরীক্ষা দিতে পারি। আমরা চাই না কোন অটো পাসের মত ঘটনা ঘটুক। শিক্ষার্থীদের দাবি হচ্ছে দুই মাসের মধ্যে সুন্দরভাবে শেষ করা হবে এমন একটা সিলেবাস প্রনয়ণ করতে হবে।

শিক্ষাকালীন মূল্যায়ন ৩০ শতাংশ কখনোই রাখা যাবে না সর্বোচ্চ ১০ শতাংশ হতে পারে। এবং পরীক্ষা হবে ৯০ নম্বরের মধ্যে। প্রশ্ন ফাঁস রোধ করতে হবে। নতুন শিক্ষা ক্রমে অনেক বই বাস্তুবমুখী হওয়ায় সেগুলোকে মুখস্ত নির্ভর ও লিখিত পরীক্ষা দেওয়া সম্ভব না। তাই সকল বিষয়ে পরীক্ষা সিদ্ধান্ত পুনঃ বিবেচনা করতে হবে বলে জানান শিক্ষার্থীরা। এসময় ফরিদপুরের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২২, ২০২৪)