রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কমিউনিস্ট পার্টির আলোচনা সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নেতারা।

শনিবার বিকেলে ‌শহরের জনতা ব্যাংকের মোড়ে ওই আলোচনা সভাটি পালন করে সংগঠনটি। এছাড়াও ছাত্র জনতার হত্যার বিচার, আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে নিত্য পণ্যের বাজার নিয়ন্ত্রণ, রাষ্ট্র সংস্কারের রোড ম্যাপ প্রকাশ ও নির্বাচন ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য ‌রাজনৈতিক দলের সাথে আলোচনা শুরু করার দাবিতে এ সমাবেশের আয়োজন করে দলটি। ফরিদপুর সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি আব্দুল মান্নান ফকিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য রফিকুজ্জামান লায়েক, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক অরুন কুমার শীল, ফরিদপুর জেলা রিকশা ভ্যান ও ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি দেলোয়ার হোসেন, ফরিদপুর জেলা যুব ইউনিয়ন সভাপতি ইমদাদ মিয়া, ফরিদপুর জেলা সিপিবির সম্পাদক মন্ডলীর সদস্য বেলায়েত হোসেন।

সভায় বক্তারা বিগত সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। হাসিনা সরকারের দুর্নীতি ও তার মন্ত্রী-এমপিদের কর্মকান্ড তুলে ধরেন। তাদেরকে একের পর এক মামলায় গ্রেফতার হয়ে কারাগারে যেতে হচ্ছে বলেও জানান তারা।

এছাড়া অবিলম্বে ‌বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসে জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানানো হয়।

(আরআর/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৪)