একে আজাদ, রাজবাড়ী : বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন বলেছেন, কোন ক্রমেই বাংলাদেশে আবার বিচার হীনতার সংস্কৃতি আনা যাবে না, আইন হাতে তুলে নেওয়া যাবে না।আপনার দৃষ্টিতে কেউ যদি অন্যান্য করে থাকে প্রশাসন কে জানাবেন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সামনে দুর্গাপূজা আসছে।আমাদের হিন্দু ভাই বোনেরা যাতে নির্বিঘ্নে ভালো ভাবে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, সেজন্য আমরা সকলেই সহযোগিতা করবো।

রাজবাড়ী জেলা জামায়াতে আমীর অ্যাডভোকেট মো: নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জামায়েত ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। বিশেষ অতিথি ছিলেন, জামায়েত ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আবদুত তওয়াব। এছাড়াও জেলা উপজেলার জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও শহীদ পরিবার সহ দেশের সকল মানুষের জন্য দোয়া করা হয়। সভা থেকে আহত ও নিহত ১৭ টি পরিবারের সদস্যদের মোট পাঁচ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

(একে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)