মহম্মদপুর প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে মুন্না বিশ্বাস (২০) নামের এক নির্মাণ শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

গত শুক্রবার সকালে উপজেলার ধোয়াইল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের পক্ষ থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রহস্যজনকভাবে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে মহম্মদপুর থানা পুলিশ।

জানা গেছে, উপজেলা সদরের ধোয়াইলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় এর নতুন ভবনের নির্মাণ শ্রমিক রাজমিস্ত্রির সহকারি হিসেবে মুন্না বিশ্বাস কাজ করতো। সে মাগুরা সদরের জগদল ইউপির নরসিংহাঁটি গ্রামের অহিদুল বিশ্বাসের পুত্র। মুন্না ও তার মামার সঙ্গে একই স্থানে মিস্ত্রির কাজ করতেন। ঘটনার রাতে মুন্না এবং তার মামা এক বিছানায় ঘুমিয়ে পড়েন। ভোরে তার মামা কাঞ্চন ঘুম ভাঙলে বিছানায় মুন্নাকে দেখতে না পেয়ে বাইরে এসে তাকে খুঁজতে যায়। এবং একটি রুমের দরজা খোলা মুন্নার গলায় রশি দিয়া অবস্থায় জানালার সাথে মৃতদেহ ঝুলতে দেখেন। বিদ্যালয় ভবনে রুমের মধ্যে জানালার সাথে গলায় রশি দেওয়া মৃত ব্যক্তির লাশ ঝুলছে জানাজানি হলে এলাকার উৎসুক জনতা ভিড় করতে দেখা যায়। পরে মহম্মদপুর থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঠাকুর দাশ মন্ডল জানান, মৃত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

(বিএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)