পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
কাজী হাসান ফিরোজ, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে পানির পাম্প চালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জীবন গেল মো. হুসাইন বিশ্বাস (৩২) নামে এক যুবকের।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের সৈয়দপুর গ্রামে মৃত হাবিবুর রহমান বিশ্বাসের চাউল কলে এ ঘটনা ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত হাবিবুর রহমান বিশ্বাস সৈয়দপুর গ্রামে একটি ধানের চাতাল স্থাপন করেন। তিনি মারা যাওয়ার পরে বড় ছেলে হুমায়ুন বিশ্বাস ও মেঝ ছেলে হুসাইন বিশ্বাস ওই চাতাল পরিচালনা করতেন। শনিবার সকালে প্রতিদিনের মত চাতালের হাউজে পানি দিতে গিয়ে ভাগ্য বিড়ম্বিত হুসাইন বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতলে নিলে জরুরী বিভাগের চিকৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দা মো. মোহন ওরফে পাঁচু মোল্যা জানান, গত দু'দিন আগে আমার ছেলে জুবায়ের মোল্যা ওই পাম্পের সামনে দিয়ে যাওয়ার সময় বিদ্যুতায়িত মেহেন্দি গাছে হাত লাগলে বিদ্যুতস্পর্শে ঝাঁকুনি দিয়ে ফেলে দেয়। মালিক পক্ষকে জানানোর পরও তারা কোন ব্যবস্থা না নেয়ায় আজ অপুরনীয় ক্ষতির সম্মুখিন হতে হল। একটু সতর্ক হলেই এড়ানো যেত এ দুর্ঘটনা।
ধানের শ্রমিক মো. মুনতাজ বলেন, সকালে মিলের হাউজে ধান ঢেলে আমি খেতে যাই। এসে দেখি মাটিতে হুসাইন ভাই পড়ে আছে। তাকে ধরে উঠাতে গেলে আমিও বিদ্যুতে শক খাই। পরে মেইন লাইন বন্ধ করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সাবরিনা হক বলেন, হাসপাতালে আনার আগেই রোগী মারা গিয়েছে।
পরিবারের সাথে কথা বলে জানা গেছে নিহত হুসাইন বিশ্বাসের এক ছেলে- এক মেয়ে ও স্ত্রী রয়েছে। শনিবার বিকেল ৪টায় জানজা শেষে ছোলনা সালামিয়া মাদরাসা গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
(এফকে/এসপি/সেপ্টেম্বর ২১, ২০২৪)