ফেনসিডিল ও গাঁজাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে র্যাব-১০ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- ৯০ বোতল ফেনসিডিল ও ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১০ (সিপিসি-৩)।
একই সাথে মাদক কারবারির কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাবের ওই সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- গতকাল শুক্রবার সকালে র্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার পাংশা থানার গোপালপুর এলাকার কুষ্টিয়া-রাজবাড়ীগামী মহাসড়কের উপর একটি অভিযান পরিচালনা করে। ওই অভিযানে আনুমানিক তিন লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যমানের ৯০ (নব্বই) বোতল ফেনসিডিল ও ২ (দুই) কেজি গাঁজাসহ মো. হাসিবুল (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে তারা। আটককৃত মো. হাসিবুল চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানা নিবাসী মো. আ. সামাদ এর ছেলে বলে জানা গেছে। এসময় তার নিকট হতে মাদক বহনে ব্যবহৃত ১টি মোটরসাইকেল ও একটি মোবাইল জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী মর্মে স্বীকার করেছে বলে জানানো হয়। র্যাবের ওই বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মাদকসহ আটককৃত হাসিবুল বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল ও গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে মোটরসাইকেল যোগে রাজবাড়ীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলো। তার বিরুদ্ধে একটি মাদক মামলা রুজু করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব-১০ (সিপিসি-৩)।
(আরআর/এএস/সেপ্টেম্বর ২১, ২০২৪)