বীর মুুক্তিযোদ্ধা আবদুল. মান্নান মিয়া’র রাষ্ট্রীয় দাফন সম্পন্ন
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বরিশালের গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের বীর মুুক্তিযোদ্ধা মোঃ আবদুল. মান্নান মিয়া (৯৯) বাধ্যর্কজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.....রজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও নাতী-নাতনী রেখে গেছেন।
গত বৃহস্পতিবার বাদ মাগরিব নিজ বাড়িতে মরহুমের লাশ রাষ্ট্রীয় মর্যাদা শেষে জানাজার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মুুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ্ খান এর সেতৃত্বে গৌরনদী মডেল থানার পুলিশ অফিসার মো. দেলোয়ার হোসেন।
এসময় গৌরনদী উপজেলা বিএনপির নেতা সরদার জয়নাল আবেদীন, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি বিএম বেলাল, পৌরসভার সাব ইঞ্জিনিয়ার মো.স্বপন মিয়া, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড গৌরনদী উপজেলার সভাপতি সাংবাদিক লোকমান হোসেন রাজু সহ এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ২০, ২০২৪)