শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় ইজিবাইকের ধাক্কায় তৈয়বা খাতুন (৯) নামের এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাকিমপুর ইউনিয়নের পুর্ব মাদলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তৈয়বা ওই গ্রামের মহসীন আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, সন্ধ্যায় শিশু তৈয়বা বাড়ি থেকে চাচার বাড়ি যাচ্ছিলো। এসময় বাড়ির সামনের রাস্তা পার হতে গিয়ে একটি ইজিবাইকের সাথে ধাক্কা লাগে। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা: এহতেশাম শহীদ বলেন,‘শিশুটি হাসপাতালে আসার আগেই মারা গেছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।’
(এসই/এএস/সেপ্টেম্বর ২০, ২০২৪)