টিটো আহাবায়ক, রহমত সদস্য সচিব
নবীনগরে নতুন করে আবারও রিপোর্টার্স ক্লাবের আত্মপ্রকাশ
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুই যুগ পর আবারও 'নবীনগর রিপোর্টার্স ক্লাব' নামে নতুন আরেকটি সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। স্থানীয় সমবায় মার্কেটের তৃতীয় তলায় মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে দীর্ঘ এক আলোচনার ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট নবীনগর রিপোর্টার্স ক্লাব নামে নতুন এই সাংবাদিক সংগঠনটির 'আহবায়ক কমিটি' গঠন করা হয়।
২১ সদস্যের নবগঠিত এ কমিটিতে শাহীন রেজা টিটোকে 'আহবায়ক' এবং রেজাউল হক রহমতকে 'সদস্য সচিব' নির্বাচিত করা হয়।
এ বিষয়ে শাহীন রেজা টিটো ও রেজাউল করিম রহমত জানান, 'নবীনগরের সাংবাদিকতায় বিভক্তি দূর করাসহ সাংবাদিকদের মধ্যে নতুন করে গতিশীলতা আনতেই স্থানীয় চারটি সাংবাদিক সংগঠনকে বিলুপ্ত ঘোষণা করে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে নবীনগর রিপোর্টার্স ক্লাব গঠন করে আপাতত ২১ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করেছি। আগামি তিন মাসের মধ্যে আমাদের প্রত্যক্ষ ভোটে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে ইনশাল্লাহ।'
নব নির্বাচিত ওই দুই নেতা আরও জানান, ‘নবীনগরের যে ৪-টি সাংবাদিক সংগঠন বিলুপ্ত করে নবীনগর রিপোর্টার্স ক্লাব গঠিত হয়েছে, সেই চারটি সাংবাদিক সংগঠন হলো- নবীনগর ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সাংবাদিক পরিষদ, সাংবাদিক সমিতি ও নবীনগর সাংবাদিক ফোরাম। আজ নবীনগর রিপোর্টার্স ক্লাব গঠিত হওয়ার সঙ্গে সঙ্গে উল্লেখিত এই চারটি সাংবাদিক সংগঠনের আর কোন অস্তিত্ব রইলো না।'
উল্লেখ্য, এর আগে বিগত ২০০০ সালেও নবীনগরে সুসাংবাদিকতা চালু করার লক্ষ্যে একঝাঁক মেধাবী ও সাহসী সাংবাদিকদের নিয়ে একবার 'নবীনগর রিপোর্টার্স ক্লাব' নামেই একটি সাংবাদিক সংগঠন গঠিত হয়েছিল। যা পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়।
প্রসঙ্গত, নবীনগর রিপোর্টার্স ক্লাব গঠনের পরও নবীনগর প্রেসক্লাব, নবীনগর উপজেলা প্রেসক্লাব, নবীনগর থানা প্রেসক্লাব, নবীনগর মডেল প্রেসক্লাব ও নবীনগর নিউ মডেল প্রেসক্লাবসহ একাধিক সাংবাদিক সংগঠন এখনও নবীনগর উপজেলায় রয়েছে বলে বিভিন্ন সূত্র জানায়।
(জিডি/এসপি/সেপ্টেম্বর ১৮, ২০২৪)