৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে কলাপাড়ায় ১৩০ পরিবারের ৭ দফা দাবিতে মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎ প্রকল্পে জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্থ ১৩০ পরিবারের সদস্যদের চাকুরি,বাড়ির দলিল হস্তান্তর সহ ৭ দফা দাবিতে ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
বুধবার সকাল ১১ টায় কলাপাড়ার ধানখালীর স্বপ্নের ঠিকানা বাংলাদেশ চায়না টেকনিক্যাল ইনিস্টিউট প্রাঙ্গনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগীরা বলেন, কোটায় নয় অগ্রাধিকার ভিত্তিতে যোগ্যতা অনুযায়ী ১৩০ পরিবার থেকে নূন্যতম একজনকে বিসিপিসিএল কোম্পানিতে সরাসরি স্থায়ী চাকুরী দিতে হবে। উৎপাদিত বিদ্যুতের প্রতি ইউনিট বিক্রিয়ের শতকরা তিন পয়সা ক্ষতিগ্রস্ত ১৩০ পরিবারকে দেওয়ার কথা ছিল, সেটা বুঝিয়ে দিতে হবে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে জমি অধিগ্রহণে মূল্যের চেয়ে তিনগুন টাকা দেওয়ার কথা থাকলেও কর্তৃপক্ষ দেড় গুণ টাকা দেয়। বাকি দেড়গুণ টাকা সকল ভূমি দাতাদের বুঝিয়ে দিতে হবে। স্বপ্নের ঠিকানা আবাসন প্রকল্পের সবাইকে স্থায়ী দলিল আগামী অক্টোবর মাসের মধ্যে দিতে হবে।
এছাড়া দূর্নীতির সাথে জড়িত প্রজেক্ট এম ডি এ এম খোরশেদুল আলম ও পিডি শাহ আব্দুল মাওলা হেলাল কে পদত্যাগ করতে হবে এবং প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাদের নিজস্ব আত্মীয় ও চুক্তি ভিত্তিক নিয়োগকৃত সকল কর্মকর্তাদের বাতিল ও অপসারণ করতে হবে।
আগামী ৭২ মধ্যে এ দাবি মানা না হলে বৃহৎ কর্মসূচী পালন করা হবে বলে আলটিমেটাম দেয়া হয়।
মানববন্ধন পরবর্তী সভায় বক্তব্য রাখেন, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য আলম গাজী, নাঈম হাওলাদার, জামাল মৃধা, বাইজিদ মৃধা প্রমুখ।
(এমকেআর/এএস/সেপ্টেম্বর ১৮, ২০২৪)