সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাট সদরের মধুদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃণাল কান্তি চ্যাটার্জিকে (৬৫) হত্যা ও স্ত্রী মেয়েকে কুপিয়ে গুরুতর আহত করার মামলার প্রধান আসামী জনি শেখকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব। 

গোপন সংবাপদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে জনি শেখকে করে র‌্যাব ৬ এর সদস্যরা। মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামীকে বাগেরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশে কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে গত ৫ আগস্ট সন্ধ্যায় একদল সন্ত্রাসী বাগেরহাট সদর উপজেলার মধুদিয়া গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক মৃণাল কান্তি চ্যাটার্জিকে (৬৫) হত্যা ও স্ত্রী মেয়েকে কুপিয়ে গুরুতর আহত করে। এঘটনার পর বাগেরহাট সদর থানায় মামলা হলে আসামীরা এলাকা ছেড়ে আত্মগোপন করে।

(এস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)