পুলিশের গাড়িতে ফেনসিডিল, এসআইসহ আটক ৩
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে প্রাইভেটকার গাড়ি থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর রাতের দিকে সদর উপজেলার হাটগোপালপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান, মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া গ্রামের মৃত সিদ্দিক সর্দারের ছেলে মো:সাহের ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দোয়ারপাড়া গ্রামের ফিরোজ আলীর ছেলে ফারুক হোসেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক মেজর নাঈম আহমেদ জানান, কালীগঞ্জ থেকে পুলিশের উপ-পরিদর্শক সাজ্জাদ নিজের ব্যবহৃত প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে মাগুরা যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল হাটগোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে চেকপোস্ট বসায়। চেকপোস্ট থেকে ওই প্রাইভেটকারটি আটকে তল্লাশি চালিয়ে ১ হাজার ২০১ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতদের ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
(এসআই/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০২৪)