লোহাগড়ায় বাজার বণিক সমিতির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী পালিত
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৫ টায় লোহাগড়া প্রেস ক্লাবের অডিটোরিয়াম লোহাগড়া বাজার বণিক সমিতির আয়োজন আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
লোহাগড়া বাজার বণিক সমিতি নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও কাউন্সিলর মিলু শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব টিপু সুলতান, পৌর জামায়াতের আমীর ইমরান হোসেন, ব্যবসায়ী নির্মল পোদ্দার কালু, শামসুল হক কচি, জেলা বিএনপির মহিলা দলের আহবায়ক সালেহা বেগম, সাবেক ছাত্র নেতা মেহেদী হাসানসহ প্রমূখ।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লোহাগড়া বাজার বণিক সমিতির নেতৃবৃন্দসহ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৪)