কাপাসিয়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়ায় যথাযথ মজাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা ও দোয়া
মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, কাপাসিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজগর হোসেন খান, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির আহবায়ক আফজাল হোসেন, কাপাসিয়া মডেল মসজিদের ইমাম মাহমুদুল হাসান মারুফসহ মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমের সকল ইমাম ও শিক্ষকবৃন্দ।
এছাড়াও দিবসটি পালন উপলক্ষে উপজেলার বিভিন্ন মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠানসহ মসজিদগুলোতে দোয়া ওমিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
(এসকেডি/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৪)