ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে ৩ জনের মৃত্যু
শেখ ইমন, ঝিনাইদহ : ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে সদরের সুরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মোকছেদ মোল্লা (৬০), রেশমা খাতুন (৪৫) ও হাসিনা বেগম (৬৫)।
স্থানীয়দের বরাত দিয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিস জানায়, স্থানীয়রা জানান, রোববার সন্ধায় ঝড়-বৃষ্টিতে মোকছেদ মোল্লার বাড়ির পেছনে বিদ্যুতের তারের ওপর একটি পেঁপে গাছ ভেঙে পড়ে। সেসময় মোকছেদ তারের ওপর থেকে গাছ সরাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এরপর সারারাত পরিবারের সদস্য ও প্রতিবেশিরা খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায় না। পরে সোমবার সকালে সাড়ে ১০টার দিকে বাড়ির পেছনে মোকছেদ মোল্লার মরদেহ দেখতে পায় রেশমা খাতুন ও হাসিনা বেগম। মোকছেদকে বৈদ্যুতিক তার থেকে সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তারা। এরপর খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহত দুজনকে সদর হাসপাতালে আনলে চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তাপস কুমার জানান, হাসপাতালে আনার আগেই রেশমা ও হাসিনা মারা যান। মোকছেদ আলীর মৃত্যু হয় ঘটনাস্থলেই।
(এসআই/এসপি/সেপ্টেম্বর ১৬, ২০২৪)