‘প্রতিদিনই পঞ্চাশের মধ্যে ৪৮ জনই তদবির নিয়ে আসেন’
স্টাফ রিপোর্টার : প্রতিদিনই ৫০ জনের মধ্যে ৪৮ জনই তদবির নিয়ে আসেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনাসহ কেমন বাংলাদেশ চান, সেটা নিয়ে জনগণ তাবে পরামর্শ দিক - এমনটি চান এই উপদেষ্টা।
রবিবার (১৫ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ কথা জানান আসিফ মাহমুদ।
এ উপদেষ্টা লেখেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম, ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানারকম তদবির নিয়ে। আমাদেরও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।’
পোস্টে তিনি আরও লিখেন, ‘দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান, তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, সেখানে কীভাবে ইতিবাচক সংস্কার করা যায়, সে পরামর্শ দিন। ’
উপদেষ্টা আসিফ মাহমুদের এই পোস্টের তলায় রাষ্ট্র সংস্কারের বিষয়ে অসংখ্য কমেন্ট জমা পড়েছে। কেউ কেউ পরামর্শ দিয়েছেন তাকে।
শাহ আবদুস সালাম নামে একজন লিখেছেন, ‘যেমন করেই হোক নীতি নৈতিকতা বিসর্জন দেয়া যাবে না। দেশ গড়ার এ কাজে আপনারা সুদৃঢ়ভাবে এগিয়ে যান। এ প্রত্যাশা রইলো। ’
আরেকজন লিখেছেন, ‘নতুন বাংলাদেশ বিনির্মাণের এই স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছেন সেই স্বপ্নকে আমরা বাস্তবায়ন করবোই। আমাদের প্রতিজ্ঞা রইলো। ’
মুফতি মো. মহিউদ্দিন পরামর্শ দিয়েছেন, ‘ কারোই ক্ষমতা চিরস্থায়ী নয়, এটা মাথায় রেখে এগিয়ে চলুন। ’
মোহাম্মদ শহীদ নামে একজন আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে লিখেছেন, ‘কলকাতা থেকে আপনাকে শ্রদ্ধা করি। ভালো থাক বাংলাদেশ। দেশ হোক দুর্নীতি মুক্ত। ’
(ওএস/এএস/সেপ্টেম্বর ১৬, ২০২৪)