নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে মিরান শেখ (৪০) ও জিয়ারুল শেখ (৩৫) নামে দুই ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনার ৪ দিন পর লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নিহতদের বড় ভাই মৃত ছামাদ শেখের ছেলে মো: মুরাদ শেখ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক খান মাহমুদ আলমকে হুকুমের আসামী করে ৩৫ জনের নামে এ মামলা দায়ের করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশ ইতোমধ্যে ঢাকা এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে চাঞ্চল্যকর জোড়া হত্যা মামলার এজাহারভুক্ত তিনজন আসামিকে গ্রেফতার করেছে।

লোহাগড়া থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, লোহাগড়া উপজেলার চরমল্লিকপুর গ্রামের মৃত আলিম শেখের ছেলে মিন্টু শেখ, পিন্টু শেখ ও শরিফুল শেখ।

উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে লোহাগড়র চরমল্লিকপুর গ্রামে গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আপন দুই ভাই মিরান শেখ ও জিয়ারুল শেখ নিহত হন। এ ঘটনায় তাদের আরেক ভাই ইরান শেখসহ মোট ৫ জন আহত হন।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৪)