নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন কাজী ইমরান হোসেন (হিরো)। তিনি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।

জানা গেছে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকালে লোহাগড়া উপজেলা অডিটোরিয়ামে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪ যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। এবারের যাচাই-বাছাইয়ে উপজেলার ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ইমরান হোসেন (হিরো) শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।

তিনি ২০১৪ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকুরীতে যোগদান করেন। তিনি ২০০৩ সাল এস.এস.সি এবং ২০০৫ সালে এইচ এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর তিনি ঢাকা কলেজ থেকে সমাজ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স-মাস্টার্স শেষ করেন।

উপজেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হওয়ায় ৬১ নং সারোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী রেজাউল ইসলাম জানান, কাজী ইমরান হোসেন (হিরো) আমাদের স্কুলের গর্বিত শিক্ষক। আমরা তার সাফল্যের জন্য গর্বিত, পুলকিত এবং আনন্দিত।

(আরএম/এসপি/সেপ্টেম্বর ১৫, ২০২৪)