সেচ্ছাসেবক দলের নেতাকে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি : গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও দলের কেন্দ্রীয় ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদারকে হত্যার প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে শহরের চৌরাস্তায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক দক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান ও সদস্য সচিব মনজুরুল সাঈদ বাবু,সদর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমির সোহেলসহ আরো অনেকে ।
বক্তারা স্বৈরাচার শেষ হাসিনা দেশ থেকে পালিয়ে ভারতে অবস্থান করলেও তার ষড়যন্ত্র বন্ধ নেই। তার ষড়যন্ত্রের অংশ হিসেবে গোপালগঞ্জে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও স্বেচ্ছাসেবক দল নেতা দিদারকে হত্যা করেছে গোপালগঞ্জ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। সমাবেশ থেকে স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যার বিচারসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ওপর হামলার বিচারের দাবি জানান ।
এ সময় বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(আরএম/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৪)