গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান। শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

এতে সিনিয়র সাংবাদিক মোজাম্মেল হোসেন মুন্না, এস.এম হুমায়ূন কবির , মাহবুব হোসেন সারমাত, প্রেস ক্লাব গোপালগঞ্জের সভাপতি মোঃ জুবায়ের হোসেন, সাধারণ সম্পাদক সৈয়দ মিরাজুল ইসলাম, সাংবাদিক নূতন শেখ, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, গোপালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাদেকুর রহমান মুন্সি শাহিন, সাংবাদিক মাহামুদ আলী কবির, শেখ মোস্তফা জামান, সেলিম রেজা, আশিক জামান অভি সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শেখ শামছুল আরেফীন, জেলা তথ্য কর্মকর্তা মো. সুলাইমান সহ জেলা প্রশাসনের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(এমএস/এএস/সেপ্টেম্বর ১৪, ২০২৪)