বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার আলোচনা সভা
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন ফরিদপুর জেলা শাখার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে ফরিদপুরের পুলিশ অফিসের বিপরীতে এবলুম চাইনিজ রেস্টুরেন্টে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মাহবুব হোসেন পিয়ালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মনিরুজ্জামান এর সঞ্চালনায় এতে সংগঠনের বিগত দিনের কার্যক্রম এবং আগামী দিনের করণীয় নিয়ে আলোচনা করা হয়। এরই অংশ হিসেবে প্রতিমাসের ৫ তারিখে মাসিক সভা মাসিক চাঁদা , নতুন সদস্য অন্তর্ভুক্ত, আলোকচিত্র প্রদর্শনী প্রতিযোগিতা সহ নানান বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
এছাড়া সংগঠনের সদস্যদের তোলা ছবি নিয়ে খুব শীঘ্রই একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ উপলক্ষে সংগঠনটির চার সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটির আহবায়ক করা হয়েছে অপূর্ব দাস অসীমকে। অন্য তিন সদস্যরা হলেন হলেন- বিজয় পোদ্দার, তামিম ইসলাম ও আব্দুল মঈন।
এসময় উপস্থিত ছিলেন মহসিন মুন্সি, বিজয় পোদ্দার, জিল্লুর রহমান রাসেল, অপূর্ব দাস (অসীম) মানিক দাস, সঞ্জয় রায়, জাকির হোসেন , তামিম ইসলাম, খালেদা ইয়াসমিন লিপি, শারমিন আক্তার রিমা, মো. রুবেল, মাহমুদা ইয়াসমিন এনি।
(আরআর/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৪)