ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে ২০০ লিটার চুলাই মদসহ ২ জন গ্রেফতার
নীহার রঞ্জন কুন্ডু, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের নবাগত অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম পিপিএম এর নির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আশরাফুল আলম সংগীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন রমেস সেন রোড মোঃ হিরু মিয়ার চারতলা বিশিষ্ট বাড়ীর নিচ তলার ভাড়াটিয়া ধৃত আসামী মোঃ দেলোয়ার হোসেন ও ধৃত আসামী জহুরুল ইসলাম দ্বয়ের দক্ষিণ দোয়ারী ঘরের ভিতরের রুম থেকে ১৩ সেপ্টেম্বর সকালে ২০০ লিটার চুলাই মদ সহ মাদক ব্যবসায়ী ১। মোঃ দেলোয়ার হোসেন (৪৩), পিতা মৃতঃ সুলতান মিয়া, মাতা মৃতঃ সালেহা খাতুন, সাং-আকুয়া ফিরোজ লাইব্রেরী মোড়, ২। জহুরুল ইসলাম (৪৯), পিতা-মৃতঃ মিরাজ আলী, মাতা মৃতঃ সালেহা খাতুন, সাং-মাসকান্দা, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত। আসামী মোঃ দেলোয়ার হোসেন (৪৩) বিরুদ্ধে ০১টি মাদক মামলা আছে। উদ্ধারকৃত ২০০ লিটার চুলাই মদ উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ওসি শহীদুল জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স চলবে।
(এনআরকে/এএস/সেপ্টেম্বর ১৩, ২০২৪)