সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে ১১টি সোনার বার উদ্ধার
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারতে পাচারকালে ১১টি সোনার বারসহ এক পাচারকারিকে আটক করেছে বিজিবি। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার ডিদকে সাতক্ষীরার লক্ষীদাঁড়ি সীমান্ত থেকে এসব আটকের ঘটনা ঘটে।
আটককৃতের নাম জাকির হোসেন (৩১)। সে সাতক্ষীরা সদর উপজেলার লক্ষীদাঁড়ি গ্রামের আরিজুল মোল্লার ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোমরা বিওপির হাবিলদার শহীদুল ইসলামের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা বৃহষ্পতিবার রাত সাড়ে ১০টার দিকে লক্ষীদাড়ি সীমান্ত জাকির হোসেন নামের এক যুবককে আটক করে।
এ সময় তার কাছে গাম মোড়ানো ১১টি রেসানার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার বারের ওজন ওজন এক কেজি ৪৮৩ গ্রাম ৮৯ মিলিগ্রাম। যার আনুমানিক মূল্য এক কোটি ৬০ লক্ষ ৭০ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় আটককৃত জাকির হোসেনের নাম উল্লেখ করে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃত সোনার বার সাতক্ষীরা ট্রেজারীতে জমা দেওয়া হয়েছে।
(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০২৪)