২০০ বোতল ফেন্সিডিলসহ নারী বিক্রেতা আটক
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : বসত ঘরে অভিযান চালিয়ে দুইশ’ বোতল ফেন্সিডিলসহ এক নারী বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বিএমপি’র গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মোঃ ছগির হোসেন জানান, আটক ফাতেমা আক্তার বিমানবন্দর থানাধীন রায়পাশা ইউনিয়নের দক্ষিণ কড়াপুর এলাকার বাসিন্দা ফারুক হাওলাদারের স্ত্রী। বুধবার দিবাগত মধ্যরাতে ফাতেমা আক্তারের বসত ঘরে অভিযান চালিয়ে দুইশ’ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে (ফাতেমা) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৪)