বেত্রাঘাতে আহত তিন ছাত্রী হাসপাতালে ভর্তি
আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ক্লাসে বই না আনার অজুহাতে জেলার গৌরনদী উপজেলা চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের তিন ছাত্রীকে বেত্রাঘাত করে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত ওই তিন ছাত্রীকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে আহত ছাত্রীরা অভিযোগ করে বলেন, ক্লাসে ইতিহাসের বই না আনায় বুধবার দুপুরে স্কুলের সহকারি প্রধানশিক্ষক মোঃ আসাদুজ্জামান তাদের তিনজনকে বেত্রাঘাত করেন। এতে তারা অজ্ঞান হয়ে পরার পর স্কুলের অন্যান্য শিক্ষকরা তাদের উদ্ধার করে আগৈলঝাড়া হাসপাতালে ভর্তি করেছেন। হাসপাতালে ভর্তি ছাত্রীরা হলেন-অষ্টম শ্রেনীর ছাত্রী নাদিয়া আক্তার, তন্দ্রা সরকার ও শিউলি সরকার।
তবে শিক্ষার্থীদের বেত্রাঘাতের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন অভিযুক্ত সহকারি প্রধানশিক্ষক মোঃ আসাদুজ্জামান। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল জলিল বলেন, অভিযোগের বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
(টিবি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৪)