রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি) এর উদ্যোগে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার ‌দুপুরে ‌শহরের আলিপুরে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে উপস্থিত ১৭ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১২ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করে এসডিসি।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এসডিসি'র নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান, বিশেষ অতিথি ছিলেন এসডিসির ফিনান্সিয়াল ডিরেক্টর জাহিদুল ইসলাম, সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা ইরানি খান এনি। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসডিসি'র প্রজেক্ট কো-অর্ডিনেটর প্রসেনজিৎ পাল।

বৃত্তি প্রধান এই অনুষ্ঠানে এসডিসি বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এসডিসি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে উল্লেখ করে শুধুমাত্র শহর নয় প্রত্যন্ত অঞ্চলের জনগণের সেবা দিয়ে আসছে বলেও জানায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা।

তারা জানান, এই ১৭ জন সহ মোট ২৬২ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে উপকার ভোগীদের মধ্যে বক্তব্য রাখেন আশা চন্দ্র, অনুসূয়া, ফারিয়া ফজলুল ইয়াসিন, তুহিন শেখ প্রমুখ। অনুষ্ঠানটির অর্থায়নে ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেএসএফ।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৪)