ধামরাইয়ে নিখোঁজের ১২ দিন পর বিলে মিলল বৃদ্ধের অর্ধগলিত লাশ
দীপক চন্দ্র পাল, ধামরাই : ঢাকার ধামরাইয়ে নিখোঁজ হওয়ার ১২দিন পর একটি বিল থেকে ইদ্রিস আলী (৭৫) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের সাচনা গ্রামের একটি বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত ইদ্রিস আলী উপজেলার কুল্লা ইউনিয়নের বড় কুশিয়ারা এলাকার মৃত নঈম উদ্দিন মাতব্বরের ছেলে। নিহতের ছেলে বাবুল হোসেন কুল্লা ইউনিয়নের মাখুলিয়া এলাকার সাবেক ইউপি সদস্য।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৩০ আগস্ট ইদ্রিস আলী ধামরাই থেকে সাভারের উদ্দেশ্যে রওনা হন। পরে তিনি আর বাসায় ফিরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজখবর নিলেও সন্ধান পায়নি। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে স্থানীয়রা সাচনা বিলের পানিতে অর্ধগলিত একটি মরদেহ দেখতে পেয়ে ধামরাই থানায় খবর দেন।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নাসির উদ্দিন বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করা হয়েছে। তবে মরদেহের শরীরের অনেক অংশ পচে গেছে। নিহতের লুঙ্গি দেখে পরিবারের লোকজন তার পরিচয় শনাক্ত করেছে। এরপরও ডিএনএ টেস্ট করা হবে। এ ছাড়া তাকে হত্যা করা হয়েছে নাকি অন্য কোন কারণে তিনি মারা গেছেন তা নিশ্চিত হওয়ার জন্য তার লাশ ময়না তদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হচ্ছে।
(ডিসিপি/এসপি/সেপ্টেম্বর ১২, ২০২৪)